বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে ১৭লাধিক টাকার মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি

দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা চালিয়ে ১৭ল ১৮হাজার ২শত টাকা মুল্যের মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।

 

২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সীমান্তের সুন্দরা, খানপুর, ধর্মজান, ফকিরগঞ্জ, কোচাল, কারিগাঁও, এনায়েতপুর, পরমেশ্বরপুর ও ভান্ডারা বিওপি’র বিজিবি টহলদল দিনাজপুর জেলাধীন ও সীমান্ত সংলগ্ন উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েক দিনে পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান ও তল্লাশী চালিয়ে মাদকসহ উক্ত মামলা উদ্ধার করে বলে সোমবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়।

 

২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জামাল বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ৯৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১২ লিটার বিদেশী ও বাংলা মদ এবং ০৬ টি মোটর সাইকেল আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৭ল ১৮হাজার ২শত টাকা।