শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে ১৮ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

BNP Bpদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১৮ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ও তার রাজনৈতিক কার্যালয় পুলিশ দিয়ে ঘেরাও করে রাখার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

গতকাল বৃহস্পতিবার সকালে জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, শহর জামায়াতের আমীর এ্যাড. মোঃ তৈয়ব আলী প্রমূখ। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজিনা ইসলাম, সহ-সভাপতি এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, আলহাজ্ব মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক ও পেৌর মেয়র আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জান উজ্জল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ তমিজ উদ্দীন, বিএনপি, যুবদল, জামায়াতে ইসলামী, ছাত্রমিবির, ছাত্রদল, মহিলা, শ্রমিকদল, স্বেচ্চাসেবক দল, বাসস্ত্তহারা দল, জাগপা, ন্যাপসহ ১৮ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।