শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ১৮ হাজার ৮শ পিস জাল রেভিনিউ স্ট্যাম্পসহ ১ জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৮ হাজার ৮শ পিস জাল আঠালো রেভিনিউ স্ট্যাম্পসহ ১ জনকে গ্রেফতার করেছেন।

দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক রেদওয়ান রশিদ জানান, গত রোববার রাত ১০টায় শহরের মহারাজা স্কুল মোড়ে অভিযান চালিয়ে ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ ১০ টাকা মূল্যের ১৮ হাজার ৮শ পিস জাল রেভিনিউ স্ট্যাম্পসহ ১ জনকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত স্ট্যাম্পের মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।

ডিবি পুলিশ জাল স্ট্যাম্প ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে শহরের মিশন রোডের মৃত সাহেব আলীর পুত্র রিয়াজুল ইসলাম রিয়াজ (৪০)কে হাতেনাতে গ্রেফতার করে। অপর আসামী নিমনগর বালুবাড়ীর (পলিটেকনিক মোড় বিদ্যুৎ মাইক সার্ভিস এর মালিক) জাকির হোসেন পালিয়ে যায়। ডিবি’র এসআই বজলুর রশিদ সোমবার সকালে বাদী হয়ে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

বিকেলে রিয়াজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজগার আলী জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।

Spread the love