দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ১৯ দল বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা ১২ টায় জেল রোডস্থ জেলা বিএনপি’র কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব রেজিনা ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক আখতারম্নজ্জামান জুয়েল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, শহর জামায়াতের আমীর এ্যাড. মোঃ তৈয়ব আলী, জেলা ন্যাপের সভাপতি মঞ্জুরুল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি সিরাজ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকারসহ বিএনপি, জামায়াত, জাগপা, ন্যাপ, যুবদল, ছাত্রদল, ছাত্রশিবির. মহিলাদল, শ্রমিকদর, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ ১৯ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহন করেন।