বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দিনাজপুর প্রতিনিধি : কাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী ও বোচাগঞ্জ উপজেলা নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপীর অভিযোগে একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ২টি উপজেলায় ২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।

দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, ঋণ খেলাপীর অভিযোগে ফুলবাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী বিএনপি’র বিদ্রোহী সাহাদত ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।

Spread the love