রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে জিতেন্দ্র নাথ রায় (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের নবপাড়া গ্রামের জিতেন্দ্র নিজ শয়ন কক্ষের বর্গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে কোতয়ালী পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করলে দুপুরে ময়না তদন্ত সম্পন্ন করে লাশ স্বজনের হাতে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।