সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ২য় তম আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জিন্নাত হোসেন ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত দিনাজপুর শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পদাক মরহুম আব্দুল মান্নান এর স্মারণে ২য় তম আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
৩০ অক্টোবর শুক্রবার দিনাজপুর বড় ময়দানে ২য় তম মরহুম আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের উদ্বোধক মরহুম আব্দুল মান্নান এর সহ ধর্মিনী বেবী মান্নান। টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম।দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবু ইবনে রজব এর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জাকারিয়া জাকির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার ও দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। খেলায় ধারা বর্ণনা পরিচালনা করেন বিশিষ্ট ভাস্যকার মোঃ রফিক।