সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু

গতকাল মঙ্গলবার দিনাজপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুর আয়োজিত ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০১৪ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় খেলছে মুন্সিপাড়া ব্রাদার্স ইউনিয়ন বনাম মিশন রোড স্পোর্টিং ক্লাব।

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার, সহ-সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, মোস্তাক আহাম্মেদ, সৈয়দ সায়েম হোসেন, আল মামুন। খেলার সার্বিক দায়িত্ব পালন করেন ২য় বিভাগ ক্রিকেট লীগের আহবায়ক আবু ইবনে রজব। সদস্য সচিব সৈয়দ আজাদুর রহমান বিপু।

Spread the love