শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ২০টি গ্রামে আগাম ঈদুল আযহার নামাজ আদায়

Eid Namaj-01মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ৫টি উপজেলার প্রায় ২০টি গ্রামের মানুষ আজ শনিবার ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর, কাহারোল ও বিরামপুর উপজেলার ২০টি গ্রামের প্রায় ৭/৮শ’ পরিবারের মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেন।

আজ শনিবার সকাল ৮টায় দিনাজপুর শহরের স্টেশন রোডস্থ ডেফোডিল কমিউনিটি সেন্টারে ঈদুল আযহার নামাজ আদায় করেন শহর ও আশপাশের কয়েকটি এলাকার প্রায় ৩ শতাধিক পুরম্নষ ও মহিলা। এ জামাতে ইমামতি করেন কাহারোল উপজেলার রুকুনপুর জামিয়া রাহমানিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক মাওঃ আবু মোঃ ইসহাক। এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার ফতেহ জংপুর, সাইতারা রাবার ড্যাম গ্রামে, কাহারোল উপজেলার মুকন্দপুর, গড়েয়া, ভবানীপুর, বিরল উপজেলার বালান্দর, পাঁচপাড়া. মাদববাটি, সদর উপজেলার গোপালগঞ্জ ও বিরামপুর উপজেলার কয়েকটি গ্রামসহ প্রায় ২০টি গ্রামের মানুষ আজ শনিবার ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

নামাজ শেষে মুসল্লিদির উদ্দেশে খুৎবায় একই দিনে ঈদ ও কুরবানী করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ ও কুরবানী করার আহবান জানান ইমামগন।

 

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি, মোবাইলঃ ০১৭১৮৪০৯২৯২, তারিখ ঃ ০৪-১০-২০১৪।

 

Spread the love