

শনিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে সৌদি আরবপন্থী মুসলমানগণ নশরতপুর ইউনিয়নে মরহুম সৈয়দ আলীর লিচুবাগানে এবং সাইতাড়া ইউনিয়নের রাবার ড্রাম নামক স্থানে ঈদুল আযহার নামাজ আদায় করেন। জামাত দু’টিতে ইমামতি করেন মাও. শফিকুল ইসলাম এবং মাও. হারুনুর রশিদ। ক’জন মুসলি জানান, দেশের অন্যান্য স্থানের ন্যায় আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহার নামাজ আদায় করেছি। এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার ফতেহ জংপুর, সাইতারা রাবার ড্যাম গ্রামে, কাহারোল উপজেলার মুকন্দপুর, গড়েয়া, ভবাণীপুর, বিরল উপজেলার বালান্দর, পাঁচপাড়া. মাদববাটি, সদর উপজেলার গোপালগঞ্জ ও বিরামপুর উপজেলার কয়েকটি গ্রামসহ প্রায় ২০টি গ্রামের মানুষ আজ শনিবার ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মুসল্লিদির উদ্দেশে খুৎবায় একই দিনে ঈদ ও কুরবাণী করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ ও কুরবাণী করার আহবান জানান ইমামগন।