দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় পৃথক ২টি ঘটনায় ২ জন গৃহবধূ বিষপানে এবং গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক ২টি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, গতকাল শুক্রবার রাতে বীরগঞ্জ উপজেলার পশ্চিম মুরারীপুর গ্রামের সবেদ আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৫) সবার অজান্তে বিষপান করে। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ এব্যাপারে একটি ইউডি মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
অপরদিকে আজ সকাল ৮টায় পারিবারিক কলহের সূত্র ধরে কাহারোল উপজেলার ভবানীপুর গ্রামের যাদব চন্দ্র রায়ের স্ত্রী শশীবালা রায় (৩৮) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। দুপুরে এই ২টি অস্বাভাবিক মৃত্যুর লাশ ময়না তদন্ত শেষে সৎকারের জন্য অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।