বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ৩টি এপেক্স ক্লাবের স্কুলিং অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোঃ আসলাম হোসেন বলেছেন, আর্ত মানবতার সেবায় বাংলাদেশের এপেক্সিয়ানরা উলেস্নখযোগ্য অবদান রেখে যাচ্ছে। এর গতি আরো বাড়াতে হবে। এজন্য এপেক্সিয়ানদের স্কুলিংয়ের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।

এপেক্সিয়ান আসলাম হোসেন গতকাল শনিবার দিনাজপুর শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে এপেক্স ক্লাব অব দিনাজপুর, পুনর্ভবা ও সৈয়দপুর এর এপেক্সিয়ানদের জন্য আয়োজিত স্কুলিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যাক্ত করেন। অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশ এর জাতীয় সহ সভাপতি এড. নুরুর রহমান বিশেষ অতিথি এবং পিএনপি আনিসুজ্জামান সাতিল, আইপিএনআইআরডি এড. রেজাউল ইসলাম সন্মানিত অতিথি ছিলেন। স্কুলিংয়ে জাতীয় সভাপতি আসলাম হোসেন এপেক্স ক্লাব অব দিনাজপুর ও  এপেক্স ক্লাব অব পুনর্ভবার প্রেসিডেন্ট যথাক্রমে এড. আইনুল হক ও মোর্শেদুর রহমান বাবুকে প্রেসিডেন্ট পদক পরিয়ে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশ জেলা-৭ এর গভর্ণর আমিরম্নল ইসলাম।  এপেক্স ক্লাব অব দিনাজপুর এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরম্নল মতিন সৈকত, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এড. এমাম আলী, সেক্রেটারী এড. রইসউদ্দীন , পিপি আজহারম্নল আজাদ জুয়েল, এপেক্স ক্লাব অব পুনর্ভবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মাহামুদুল হক সাবু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এড. সোহাগ, সেক্রেটারী মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ জহুরুল ইসলাম, এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট মিঠুন কর্ণায়েন, সেক্রেটারী মোঃ কুতুবউদ্দীন আলো সহ অন্যান্য এপেক্সিয়ানবৃন্দ স্কুলিংয়ে উপস্থিত ছিলেন।