
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের অভিযান চালিয়ে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোদাচ্ছেদ হোসেন বিপস্নব(৩২) এবং মোঃ তরিকুল ইসলাম(১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মোঃ মোদাচ্ছেদ হোসেন বিপস্নব দিনাজপুর সদর উপজেলার শেখপুরা রেলঘুন্টি এলাকার মোঃ মোজাম্মেল হকের ছেলে এবং মোঃ তরিকুল ইসলাম নীমতলা গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে বুধবার রাত ১০টায় কোতয়ালী থানার জালালপুর গ্রামস্থ এমএ আঃ রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিয়ারের মোড়ে জনৈক আলাউদ্দিন এর চায়ের দোকানের ভিতর হইতে তাদেরকে আটক করে র্যাব।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডারমোহাম্মদ আব্দুল্লাহ-আল-মাহমুদ রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার রাত ১০টায় র্যাব-১৩ এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর জেলায় কোতয়ালী থানাধীন জালালপুর গ্রামস্থ এমএ আঃ রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিয়ারের মোড়ে জনৈক আলাউদ্দিন এর চায়ের দোকানের ভিতর হইতে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। এ সময় মাদক বিক্রয়/বহনকৃত একটি মোটরসাইকেলসহ মোঃ মোদাচ্ছেদ হোসেন বিপ্লব এবং মোঃ তরিকুল ইসলাম নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।