বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে ৩৪তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

Dinajpur Crecitষ্টাফ রিপোর্টার : গতকাল রোববার দিনাজপুর বড় ময়দানে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় রংপুর বিভাগের ৪টি জেলার দল অংশগ্রহণে ৩৪তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৪ উদ্বোধন করা হয়।

জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার  উদ্বোধন করেন এককালের তুখোর ক্রিকেটার ও সাবেক ক্রিকেট খেলোয়াড় সংগঠক মজিবুল হোসেন রানা ও মাহফুজুর রহমান চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, সদস্য মোস্তাক আহমেদ, আজাদুর রহমান বিপু প্রমুখ। জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৪টি জেলায় রংপুর, পঞ্চগড়, নীলফামারী ও গাইবান্ধা জেলার ক্রিকেট খেলোয়াড়বৃ্ন্দ অংশগ্রহণ করছে। খেলার উদ্বোধন করতে গিয়ে সাবেক ক্রিকেটার মুজিবুল হোসেন রানা বলেন ক্রিকেট এখন সারা বিশ্বে জাতীয় প্রতিযোগিতার একটি অংশ হিসেবে পরিচিতি লাভ করছে। ক্রিকেট এর জয় পরাজয় একটি দেশের গৌরব ও ঐতিহ্যের অর্জন বহন করে। তাই খেলোয়াড়দের দেশের সুনাম বয়ে আনতে এখন থেকেই ক্রিকেট খেলায় যথেষ্ট পরিশ্রম করতে হবে।