
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলায় ৩৪ হাজার ৭৫৫ প্রতিবন্ধির তালিকা চূড়ান্ত করা হয়েছে। জেলা সমাজ সেবা অধিদপ্তর অনুসন্ধান চালিয়ে ৩৭ হাজার ৬৩ জন পুরুষ-মহিলা ও শিশুকে প্রতিবন্ধি হিসেবে প্রাথমিকভাবে সনাক্ত করে। এর মধ্যে ৩৪ হাজার ৭৫৫ জনকে ডাক্তারী পরীক্ষায় প্রতিবন্ধি হিসেবে সনাক্ত করা হয় এবং ৩ হাজার ৩৩১ জনকে ওই তালিকা হতে বাদ দেয়া হয়।
দিনাজপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টোফেন মুর্মু জানান, চলতি বছরের জুলাই মাস থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলার ১৩ উপজেলা, ৮টি পোŠরসভা ও ১০২টি ইউনিয়নে সমাজ সেবা অধিদপ্তরের মাঠকর্মীরা প্রকৃত প্রতিবন্ধিদের তালিকা সনাক্তের অনুসন্ধান চালায়। এই অনুসন্ধানে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৬৩ জন পুরুষ-মহিলা ও শিশুকে শারিরিক প্রতিবন্ধি হিসেবে সনাক্ত করা হয়। পরে সনাক্তকৃত প্রতিবন্ধিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৩৩১ জনকে ওই তালিকা হতে বাদ দেয়া হয় এবং ৩৪ হাজার ৭৫৫ জনকে প্রতিবন্ধি হিসেবে চূড়ান্ত করা হয়। তিনি জানান, চূড়ান্ত তালিকা প্রতিবন্ধিদের সরকারী ভাতা প্রদানের জন্য সমাজ সেবা মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে।
সমাজ সেবা অধিদপ্তর আরো জানায়, চলতি অর্থবছরে জেলায় তালিকাভূক্ত ৮ হাজার ৬৫৯ জন প্রতিবন্ধিকে ৫শ’ টাকা করে মাসিক ভাতা প্রদান করা শুরু হয়েছে। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসের ভাতা তালিকাভূক্ত প্রক্যেক প্রতিবন্ধিকে প্রদান করা হয়েছে। আগামী ডিসেম্বরে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসের ভাতা প্রদান করা হবে। চলতি অর্থবছরে জেলায় তালিকাভূক্ত প্রতিবন্ধিদের জন্য ৫ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকা ভাতা বরাদ্দ পাওয়া যায়। গত বছর জেলায় প্রতিবন্ধিদের ৪ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৬শ’ টাকা ভাতা প্রদান করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে ৫ লাখ ৯৫ হাজার ৪শ’ টাকা বেশী ভাতা প্রদান করা হবে।