শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ৩৯ লিটার রেকটিফাইড স্পিরিট ও গাঁজাসহ আটক দুই

আব্দুর রাজ্জাকঃ দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে আরিফ হোমিও হল থেকে ১২’শ ৫৫টি বোতল প্রায় ৩৯ লিটার রেকটিফাইড স্পিরিট ও ৫পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় আটক হয়েছে ২জন।

 

আটক হোমিও দোকানের কর্মচারী চিরিরবন্দর উপজেলার গোলাহার গ্রামের আব্দুল আজিজ মোল্লার পুত্র মালেকুল ইসলাম (৩৫) এবং গাঁজা সেবনকারী কসবা গ্রামের মৃত. মো. সিদ্দিকুর রহমানের পুত্র মো. আব্দুর রাজ্জাক (৪৩)।

 

এসময় আরিফ হোমিও হলের মালিক সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের সাইদুর রহমানের পুত্র চিকিৎসক ডা. মো. আরিফুর রহমান (৩২) পালিয়ে যায়।

 

দুপুর ১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের হাউজিং মোড় (বিশ্বনাথপুর) এবং পুলহাটস্থ বিএডিসি সার গোডাউন এলাকায় অভিযান চালিয়ে রেকটিফাইড স্পিরিট ও গাঁজাসহ তাদের আটক করে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর সদর সার্কেল’র পরিদর্শক মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love