দিনাজপুর জেলা পাসপোর্ট অফিসের
দালালী ও প্রতারণার মাধ্যমে সাধারণ
জনগণের ক্ষতি সাধন করার অভিযোগে ৩
জন দালাল আটক করে বিভিন্ন মেয়াদে
কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
আজ সোমবার দুপুর ১২ টায় দিনাজপুর
জেলা প্রশাসক কার্যালয়ের সংলগ্ন
পাসপোর্ট অফিসে আগত জনসাধারণকে
প্রতারণা ও দালালীর মাধ্যমে পাসপোর্ট
করে দেয়ার মাধ্যমে অর্থ গ্রহণ, হয়রানী ও
ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ডিবি পুলিশ ৩
প্রতারককে আটক করে। আটক ৩ প্রতারক
হলো, শহরের বাহাদুর বাজারের ইসরাইল
হোসেনের পুত্র খায়রুল আলম (৩৫),
মিশন রোড এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র
আনোয়ারুল হোসেন (২৫) ও বিরল
উপজেলার কামদেবপুর গ্রামের
ওমরআলীর পুত্র জিয়াউর রহমান (৩০)।
তাদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী
ম্যাজিষ্ট্রেট তমাল আহমেদের নিকট সোপর্দ
করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৩ জনকে ১৫ দিন করে
কারাদন্ডে দন্ডিত করেন। বিকেলে দন্ডিত ৩
জনকে জেল হাজতে প্রেরণ করা হয়।