
সাহেব, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুরে পুর্ণভবা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মহল্লার হাসানের পুত্র দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী মেহেদী হাসান পলাশ (১৫), পাহাড়পুর মহল্লার আবু তাহেরের পুত্র সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মাসুদ আব্দুল্লাহ্ (১৭) ও একই মহল্লার তোজাম্মেল হোসেনের পুত্র দিনাজপুর জিলা স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র আবিদ বিন তুর্য (১৩) এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, এই অকাল মৃত্যু যে কোন পিতা-মাতার জন্য ভয়ানক কষ্টকর ও বেদনা দায়ক। যা শান্তনা দেয়ার ভাষা আমার জানা নাই। তবে এ ধরনের কষ্ট পাওয়ার আগেই পিতা-মাতা ও অভিভাবকদের আমি আবরো অনুরোধ করবো সন্তানদের প্রতি নজর রাখা। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আমরা যেন এ ধরনের অকালের মৃত্যু কষ্ট ও বেদনা থেকে দুরে থাকতে পারি। আমি ওই ৩ ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যেন তাদের শোক সহ্য করার ধৈর্য দেন।