দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে ৪০০পিচ ইয়াবাসহ মোঃ মুরগী রাজ্জাক (৪২)নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ৷
আটক রাজ্জাক জেলার নবাবগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের মৃত জফুর উদ্দিনের পুত্র৷
বুধবার বিকেল ৩ টায় শহরের কাচারী রেলগেট এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে৷
ডিবি এসআই বজলুর রশিদ জানান, বুধবার বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিত্বে দিনাজপুর শহরের কাচারী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মুরগী রাজ্জাককে আটক করা হয়৷ এ সময় তার কাছে রাখা ৪০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়৷
দনাজপুর ডিবি ওসি রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মুরগী রাজ্জাক একজন চিহৃিত মাদক ব্যবসায়ী৷ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে৷