রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ৪২৫বোতল ফেন্সিডিল উদ্ধার। আটক-৪

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দিনাজপুর-ঢাকাগামী রাত্রীকালীন কোচ শ্যামলী পরিববহন (ঢাকা-মেট্টো-ব-১১-৫১২০) থেকে ৪২৫ বোতল ফেন্সিডিল এবং গাড়ী চালক, সুপারভাইজার, হেলপারসহ ৪জনকে আটক করেছে।

আটক গাড়ী চালক মোঃ উজ্জ্বল মিয়া (৪০) পাবনা জেলার সাঁথিয়া থানার গোপালপুর গ্রামের মোঃ আব্দুর রশিদ মিয়ার পুত্র, সুপারভাইজার মোঃ মুক্তার হোসেন (৩০) একই এলাকার আফরা গ্রামের মোঃ শাহাদাতের পুত্র, হেলপার মোঃ আফসার আলী খাঁ (৪২) পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মেদপুর গ্রামের আব্দুল জলিল খাঁয়ের পুত্র, খোকন মিয়া (২৬) দিনাজপুর সদর উপজেলার ফুলবাড়ী বাসষ্ট্যান্ড এলাকার বাসিন্দা মোঃ নুরম্নল ইসলামের পুত্র।

মঙ্গলবার রাত ১টায় দিনাজপুর মেডিকেল কলেজের সামনে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৪জনকে আটক করে।

এ ব্যাপারে ডিবি এসআই বজলুর রশিদ বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

দিনাজপুর ডিবি ওসি রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ীটির পড়ার বাতির বক্সগুলিতে বিশেষ পদ্ধতিতে রক্ষিত দুই সাইজের ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং বাসটিসহ ৪জনকে আটক করা হয়।

Spread the love