রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে ৪ পলাতক আসামী গ্রেফতার

কোতয়ালী পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১ জন মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। কোতয়ালী থানার এসআই নাজমুল হুদা জানান, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত আত্মগোপন করে থাকা ১ মাদক সম্রাজ্ঞীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ইসলামবাগ লাইনপার পাড়ার মাদক সম্রাজ্ঞী দবির মিয়ার স্ত্রী আনোয়ারা ওরফে মেনেকা (২৫), চাউলিয়াপট্টি মহল্লার মৃত আফাজউদ্দীনের পুত্র ফারুক হোসেন হাসলু (৩৫), বড়ইল গ্রামের মৃত মোকলেম উদ্দীনের পুত্র জাহিদুল ইসলাম (৩০) ও একই গ্রামের মৃত মিরাজ উদ্দীনের পুত্র শহিদুর রহমান (২৮)। আজ দুপুরে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।