মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ৫৭৫বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নবাবগঞ্জ ৫৭৫বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক (ঢাকা-মেট্রো-১৮-০৬৯৭) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৫টায় উপজেলার পুটিমার ইউনিয়নের চোরারহাট নামক স্থান থেকে ঢাকাগামী ট্রাক থেকে উক্ত ফেন্সিডিল উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ওসি মোঃ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটির গতিবিধি সন্দেহ জনক মনে হলে পুলিশ ট্রাকটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু চালক নির্দেশ অমান্য করে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে ট্রাক রেখে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে উক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

Spread the love