দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৭ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সংস্কার ও মেরামত করার লক্ষ্যে প্রকল্প গ্রহণে কার্যাদেশ প্রদান করা হয়েছে। দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, চলতি অর্থ বছর জেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, শ্রেণী কক্ষ ও অফিস রুম মেরামত, সংস্কার করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয় থেকে ৫৭ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত অর্থায়নে গৃহীত প্রকল্পগুলোর কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে ৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সরকারের গৃহীত মর্ডেল ভবন নির্মাণ, ১টি কলজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মাণ, ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ১৯টি দাখিল মাদ্রাসার ভবন নির্মাণ ও ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির সহায়তা শিক্ষার মনোনয়নের লক্ষ্যে আধুনিক কক্ষ নির্মাণ এবং ল্যাবসহ কম্পিউটার ল্যাপটপ সংযোজন করা হয়েছে। প্রকল্পগুলোর কাজ অব্যাহতভাবে চলমান রয়েছে। গত ৩১ মার্চ পর্যন্ত ২টি মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট নির্মাণ ও সংস্কার কাজগুলো চলমান রয়েছে।
সূত্রটি জানায়, চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অর্থের মধ্যে ২৩ কোটি ৬৭ লক্ষ ৩৮ হাজার টাকা অর্থ পাওয়া গেছে। প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রদান করা হয়েছে। অবশিষ্ট কাজ সম্পন্ন হওয়ার পর অর্থ প্রাপ্তি সাপেক্ষে ঠিকাদারদের বিল প্রদান করা হবে। আগামী অর্থ বছরে জেলার ২শটি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত, সংস্কার ও ভবন নির্মানের জন্য ৭৫ কোটি টাকা চাহিদা পত্র শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।