বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে ৬টি উপজেলায় ফায়ার সার্ভিস নির্মাণ শুরু

Fair Stationদিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ১৩ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস নির্মানের জন্য জমি অধিগ্রহণের মাধ্যমে ক্রয় করে নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ করা হয়েছে। দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের  নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম জানান, চলতি অর্থ বছরে জেলার ১৩টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা বিরল, কাহারোল, খানসামা, ঘোড়াঘাট, চিরিরবন্দর ও নবাবগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ করা হয়। প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলার জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে স্থান নির্ধারণের কাজ করা হয়। গত মে মাসে ৬টি উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপন ও নির্মানের জন্য জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হয়েছে। জমির মালিকদের অধিগ্রহণের প্রাপ্ত টাকা পরিশোধ ও আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করা হয়। জমি ক্রয় বাবদ ৬টি ফায়ার সার্ভিস ষ্টেশনে ৩০ লক্ষ টাকা করে ১ কোটি ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। প্রতিটি ফায়ার সার্ভিস নির্মানে ২ কোটি টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। গত মে মাসেই দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়। চলতি মাসেই নির্মানকাজ শুরু হয়েছে। আগামী অর্থ বছরে ৩০ জুন নির্মানকাজ সম্পন্ন করে কার্য্যক্রমের জন্য হস্তান্তরের সময়সীমা বেধে দেয়া হয়েছে।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এই প্রতিনিধি নুরুন্নবী বাবুকে জানান, জেলার ১৩টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় ফায়ার সার্ভিস নির্মানকাজ সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ট ৬টি উপজেলার ফায়ার সার্ভিস নির্মান হলে জেলায় অগ্নি নিভানোর জন্য জনসাধারনকে সমস্যায় পরতে হবেনা। সরকার জনগুরুত্বপূর্ণ এই ফায়ার সার্ভিস বিভাগের সেবা জনসাধারনের দোর গোড়ায় পৌছে দেয়ার জন্য প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপনে যুগন্তকারী প্রদক্ষেপ গ্রহণ করায় জন সাধারন এর সুফল পাবে।