দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে হরতাল অবরোধকারীরা ৯টি যানবাহন ভাংচুর করে। হামলায় আহত হন ৩ জন। নাশকতা মামলার পলাতক আসামী ৩ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে দিনাজপুর রংপুর মহাসড়কের রাবেয়া ফ্লাওয়ার মিল মোড়ে ১টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান, রানীরবন্দরে ১টি ইজিবাইক এবং দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের জয়নগরে ৩টি ইজিবাইক, আমতলী, উচিতপুর ও হাউজিং মোড়ে ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। হামলায় আহত ট্রাক চালক রশিদুল (৩৫), হেলপার জাহিদ (২২) ও কাভার্ড ভ্যানের চালক শফিউল ইসলাম (৩০)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী ৩ শিবির কর্মী আবু সুফিয়ান (২২), সফিউল ইসলাম (২০) ও সুজাউর রহমান (২৮)কে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।