
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলা ধূলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রকে আলোকিত করে এবং জাতিকে করে সভ্য। তিনি বলেন, জীবনকে সমৃদ্ধ করতে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। সমাজ, দেশ এবং পৃথিবীকে আলোকিত করতে খেলাধূলা-সাংস্কৃতিক কর্মকান্ড এর ভূমিকা অপরিসিম। তিনি সকলের প্রতি বেশী করে লেখা-পড়া ও খেলাধূলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে জীবনকে প্রতিষ্ঠিত করার আহবান জানান।
মঙ্গলবার দিনাজপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বার্ষিক ক্রীড়া, সাহিত, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং কম্পিউটার ল্যাব এর উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশে শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এ জন্য সরকার বিভিন্ন বাসত্মমমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, দিনাজপুরে শিক্ষার উন্নয়নে ইতো মধ্যে সদর উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বেশ কিছু স্কুলকে কলেজে রুপান্তরিত করা হয়েছে। দিনাজপুরের অভিভাবকরা মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব অনুভব না করে এ লক্ষ্যে বর্তমান শেখ হাসিনা সরকার বিভিন্ন বাস্তব মূখী কর্মসূচী গ্রহন করা হয়েছে। এর অংশ হিসেবে দিনাজপুরে অনেক নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। অচিরেই দিনাজপুর স্বাস্থ্য সেবার পাশাপাশি শিক্ষার নগরীতে পরিণত হবে। কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক মোঃ হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এর একান্ত সচিব শাহান শাহ-আযাদ কবির, কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আতাউর রহমান চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিত ঘোষ কাঞ্চন, দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম. খালেকুর জামান রাজু প্রমূখ।