
নজমুল ইসলাম নয়ন : দিনাজপুর শহরের উপ-শহরে অবস্থিত সরকারি আরবান ডিসপেনসারি হাসপাতালের ঔষুধ চুরি, দুর্নীতি ও অনিয়মের ঘটনা স্থানীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশ করায় দৈনিক পত্রালাপ’র স্টাফ রিপোর্টার নজমুল ইসলাম নয়নকে হাসপাতালের লেডি ভিজিটর রোজিনা বিনা নানা হুমকিসহ হত্যার হুমকি দিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক নয়ন দিনাজপুর কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রোজিনা বিনার বিরুদ্ধে।
ঘটনার বিবরণে প্রকাশ দীর্ঘদিন থেকে আরবান ডিসপেনসারি হাসপাতালে অনিয়ম, দুর্নীতিসহ প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ায় চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা নানা দূর্ভোগে ভূগছেন। হাসপাতলে প্রকাশ্যে চলছে আড্ডাবাজি দিনভর। অন্যদিকে হাসপাতালের সরকারি ঔষুধ চুরি করে বাইরের ফার্মেসীতে বিক্রি করা হচ্ছে। রোগীদের সাথে দূর ব্যবহার নিয়মে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে কেউ কোন কথা বললে ভারাটিয়া সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। আর এসবের মূল হোতা হচ্ছে লেডি ভিজিটর রোজিনা বিন। ৩ জন ডাক্তার হাসপাতালে কর্তব্যরত থাকলেও তাদের কোন সময় দেখা পাওয়া যায় না। অন্যদিকে স্টাফরা যে যার মত আসে যায়। লেডি ভিজিটর রোজিনা বিনা যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ কোন না কোন পর পুরুষের সঙ্গে নিরিবিলি কক্ষে খোশগল্পে মেতে থাকেন। এই একজন স্টাফের জন্যে সারা হাসপাতালটি প্রশ্নের সম্মুখিন হয়েছে, নষ্ট হয়েছে পরিবেশ। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন স্টাফ জানান, ঔষুধ চুরির টাকা চার ভাগে ভাগ হয় একভাগ সিভিল সার্জন অফিস, একভাগ হাসপাতালের কিছু স্টাফ ও দুইভাগ রোজিনা বিনা নিয়ে থাকেন। আর অনেক স্টাফ টাকার ভাগ থেকে বঞ্চিত হন। দুর্নীতির প্রকাশ না করার জন্য সাংবাদিক নয়নকে মোটা টাকা মাসুয়ারার প্রস্তাব দেন রোজিনা বিনা। কিন্তু ঘটনাটি গণস্বার্থ হওয়ায় প্রস্তাবকে নাকোচ করেন নয়ন। এতে ক্ষিপ্ত হয়ে রোজিনা বিনা সাংবাদিক নয়নকে সন্ত্রাসী মারার ভয়ভীতি দেখান। তাকে পঙ্গুসহ হত্যার হুমকি দেন। আত্মরক্ষার জন্য গত ০৪-১০-২০১৪ ইং তারিখে একটি অভিযোগপত্র দিনাজপুর কোতোয়ালী থানায় লিপিবদ্ধ করেন। এতে লেডি ভিজিটর রোজিনা বিনাকে মূল আসামী করা হয়।
বার্তা প্রেরক
নজমুল ইসলাম নয়ন
দিনাজপুর।