দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেছেন বিলুপ্ত হয়ে যাওয়া গ্রামীন খেলাগুলোকে চালু করতে হবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করলে মন ও শরীর যেমন সুস্থ থাকে অপরদিকে অবক্ষয় মুক্ত সমাজ গড়তে খেলাধুলার যথেষ্ঠ ভূমিকা রয়েছে। তাই শিক্ষর্থীদের মাঠ মুখী করতে শিক্ষক অভিভাবক ও ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে। দিনাজপুর উচ্চ বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার দিনাজপুর উচ্চ বিদ্যালয়েল বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর উচ্চা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বজিত কুমার ঘোষ কাঞ্চন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের নেত্রী আইরিন। প্রধান অতিথি বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক অসিত কুমার বসাক ও সামরুন নাহার।