দিনাজপুর প্রতিনিধি : জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মুকুর চৌধুরী আসন্ন সদর উপজেলা র্নিবাচনে চেয়ারম্যান প্রার্থী মোকাররম হোসেনের প্রতি পূর্ণ সর্মথন জানিয়ে এই নির্বাচন থেকে তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দিলেন ।
দিনাজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মুকুর চৌধুরী অসুস্থ্যতা জনিত কারনে গতকাল বিকেলে তার বালুবাড়িস্থ নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন আগামী ১৫ র্মাচের আসন্ন সদর উপজেলা র্নিবাচনে তিনি মনোনয়নপত্র জমা দিলেও অসুস্থ্যতার কারনে এই র্নিবাচনে অংশগ্রহণ করছেন না।
এই লক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে তিনি আগামী ১৫ই মার্চের সদর উপজেলা পরিষদ র্নিবাচনে জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মী ও সর্মথকদের ঐক্যবদ্ধ ভাবে বিএনপি মনোনিত প্রার্থী মোকাররম হোসেনের দোয়াত-কলম মার্কার পক্ষে জনগনের নিকট ভোট প্রাপ্তিতে জোরালো ভাবে কাজ করার আহবান জানিয়েছেন।