
শুক্রবার দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর-এর আয়োজনে এবং দিনাজপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রমজীবি শিশুদের অংশগ্রহনে এবং অত্র ওয়ার্ডের শিশু শ্রম প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩নং ওয়ার্ড কমিটির অন্যতম সদস্য ফটো সাংবাদিক মোঃ নুর ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিদের উদ্দ্যেশে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। প্রতিযোগিতা শেষে প্রথম, ২য়, ৩য়সহ ১০জনকে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পৌরসভার ৩নং ওয়ার্ডের শিশু শ্রম প্রতিরোধ প্রকল্পের ভল্যানটিয়ার জয়নব নেছা।