
জিন্নাত হোসেন : বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর শাখার ৪র্থ তলায় ডরমিটরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ডরমিটরীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী।
১২ নভেম্বর বুধবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর শাখার ৪র্থ তলায় ডরমিটরীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এফপিএবি দিনাজপুর শাখার সভাপতি এ্যাডঃ নিলুফার রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফপিএবি দিনাজপুর শাখার্এ্যামারিটাস প্রেসিডেন্ট ও সাবেক সভাপতি আব্দুস সামাদ, অবৈঃ সহকারী সাধারণ সম্পাদক একেএম মেহেরুলাহ বাদল, অবৈঃ কোষাধ্যক্ষ প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, বিইসি’র সদস্য ও জাতীয় কাউন্সিলরবৃন্দ, আজিবন সদস্য সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান এফপিএবি’র প্রোগ্রাম অফিসার। অনুষ্ঠান পরিচালনা করেন এফপিএবির জেলা কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন মোড়ল।