শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর এফপিএবির নির্বাচনে নিলুফার-বাবলু-বাদল-মোশাররফ প্যানেলের মনোনয়ন পত্র দাখিল

জিন্নাত হোসেন : বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর শাখার ২০১৫-২০১৮ সনের (৩ বছর মেয়াদী) কার্য নির্বাহী পরিষদের আসন্ন নির্বাচনে সভাপতি পদে (বর্তমান সভাপতি) নিলুফার রহিম এ্যাড, সহ-সভাপতি পদে (বর্তমান সহ-সভাপতি) আতাউর রহমান আজাদ বাবলু, সাধারণ সম্পাদক পদে (বর্তমান সাধারণ সম্পাদক) মেহেরুল­vহ বাদল, অবৈতনিক কোষাধ্যক্ষ পদে (বর্তমান অবৈতনিক কোষাধ্যক্ষ) প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেনসহ প্যানেলের অন্যান্য পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

২০ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর শাখার ২০১৫-২০১৮ সনের (৩ বছর মেয়াদী) কার্য নির্বাহী পরিষদের আসন্ন নির্বাচনে নিলুফার-বাবলু- বাদল-মোশাররফ প্যানেলের সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার বিমল কুমার দেব এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশন মোঃ মোকাররক হোসেন খান ও সদস্য সচিব মোঃ জাফরুল বারী।