
জিন্নাত হোসেন : বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর শাখার ২০১৫-২০১৮ সনের (৩ বছর মেয়াদী) কার্য নির্বাহী পরিষদের আসন্ন নির্বাচনে সভাপতি পদে (বর্তমান সভাপতি) নিলুফার রহিম এ্যাড, সহ-সভাপতি পদে (বর্তমান সহ-সভাপতি) আতাউর রহমান আজাদ বাবলু, সাধারণ সম্পাদক পদে (বর্তমান সাধারণ সম্পাদক) মেহেরুলvহ বাদল, অবৈতনিক কোষাধ্যক্ষ পদে (বর্তমান অবৈতনিক কোষাধ্যক্ষ) প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেনসহ প্যানেলের অন্যান্য পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
২০ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর শাখার ২০১৫-২০১৮ সনের (৩ বছর মেয়াদী) কার্য নির্বাহী পরিষদের আসন্ন নির্বাচনে নিলুফার-বাবলু- বাদল-মোশাররফ প্যানেলের সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার বিমল কুমার দেব এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশন মোঃ মোকাররক হোসেন খান ও সদস্য সচিব মোঃ জাফরুল বারী।