শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ও নীলফামারীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ৩টি বিদ্যালয়ের শুভ উদ্বোধন

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেনঃ-  রবিবার দুপুর ১টায় বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সন্কায় ডাক্তার ইসমাইল হোসেন বুদ্ধি প্রতিবন্ধী  ও অটিস্টিক বিদ্যালয়, বিকাল ৫ টায় খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের শাপলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ও সন্ধা ৬টায় নীলফামারী জেলার সদর উপজেলার কুন্দপুকুর (নিজপাড়া) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কুন্দপুকুর আওয়ামীলীগ ইউনিয়নের সভাপতি  মোস্তাকিম আহম্মেদ বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন, সমাজ সেবা অফিসার ফরহাদ হোসেন, সুইড বাংলাদেশের নির্বাহী সদস্য রাজিয়া সুলতানা। বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ৩টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে সুইড কর্তৃক স্বীকৃতি পতাকা ও বিদ্যালয়ের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার ইসমাইল হোসেন বুদ্ধি প্রতিবন্ধী  ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোক্তা মোঃ মোজাম্মেল হক, শাপলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন ও কুন্দপুকুর (নিজপাড়া) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালী মোহন রায়ের হাতে সুইড কর্তৃক স্বীকৃতি পতাকা  তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন খামার পাড়া বুদ্ধি প্রতিবন্ধী  ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খনিজ চন্দ্র রায়,  হোসেনপুর মন্ডলপাড়া বুদ্ধি প্রতিবন্ধী  ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খাদেমুল ইসলাম ও বুদ্ধি প্রতিবন্ধী  ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পরিষদ সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।