দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর ও বীরগঞ্জে সড়ক দুর্ঘটানায় একজন কলেজ প্রভাষিকা ও একজন ট্রাক হেলপার নিহত হয়েছেন।
নিহতরা হলেন মোছাঃ নাজমীন আকতার নুপুর (২৯) এবং মোঃ খলিল উদ্দিন (৫০)।
নিহত মোছাঃ নাজমীন আকতার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ নুরুল ইসলামের কন্যা এবং ঝাড়বাড়ী কলেজের কৃষি প্রভাষিকা এবং খলিল উদ্দিন বগুড়া ধর্মপুর গ্রামের মৃত রইস উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার সকাল ৮টায় দিনাজপুর শহরের লিলি সিনেমা হল মোড়ে ডিশ লাইনে তার লেগে মালবোঝাই ট্রাক থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই খলিল উদ্দিন মারা যান।
অপর দিকে সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ী থেকে পিতার সাথে কলেজে যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী নামক স্থানে মটর সাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নাজমীন আকতার নুপুর নিহত হন।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ আলতাফ হোসেন এবং বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।