
নবিউল ইসলাম দুলু : দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধূরী বলেছেন, বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানসম্মত এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, নিরক্ষরমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশকে একটি শিক্ষিত জাতিতে পরিণত করতে শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।
২৭ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল ইমাম চৌধুরী একথা বলেন।
দিনাজপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খ ম রফিকুল ইসলাম, কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সিনিয়র শিক্ষক সমির কুমার ঘোষ, সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৈশব চন্দ্র মহন্ত, প্রভাষক জাহাঙ্গীর আলম, একাদশ শ্রেণীর ছাত্রী নিপা ব্যানার্জী, দ্বাদশ শ্রেণীর ছাত্রী রেজওয়ানা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী অনিতা আঞ্জুম বিনা। আলোচনা শেষে দিনাজপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।