
রফিক প্লাবন, স্টাফ রিপোর্টার : দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর বর্ষপূর্তি ও নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০ টায় শহরের পাহাড়রস্থ দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর নতুন ভবনের উদ্বোধন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর সাবেক ডিজিএম আলহাজ্ব শওকত আলী। দোয়া ও আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোস্তাক আহমেদ। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীপ্ত এগ্রো ফার্ম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী মোঃ জাহাঙ্গীর আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ও সনাম ধন্য ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ জহির শাহ, দিনাজপুর রয়েল রেসিডেন্সিয়াল স্কুল এর সভাপতি আব্দুল মালেক, সোবহানিয়া লাইব্রেরীর প্রোপাইটর ও দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর উপদেষ্টা মোঃ সিরাজউদ্দিন। অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবুল খায়ের।
বক্তারা বলেন, ভালো ফলাফল শুধু সন্তানের উজ্জ্বল ভবিষ্যত হতে পারে না, দরকার নৈতিক ও দায়িত্ববোধ। আমাদের উচিত হবে মান সম্পন্ন শিক্ষা দ্বারা সকল শিক্ষার্থীকে গড়ে তোলা। যাতে প্রত্যেক শিক্ষার্থী নৈতিক ও দায়িত্ববোধ এর পাশাপাশি ভালভাবে শিক্ষিত হয়ে দেশের কাজে লাগতে পারে।
বৃহত্তর রংপুরে একটি সরকারি ক্যাডেট কলেজ রয়েছে। আর দিনাজপুরে বেসরকারি ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর কেবল ১ বছর পুর্তি হলো। ভবিষ্যতে যেন দিনাজপুরের ক্যাডেট স্কুল এন্ড কলেজ সরকারিভাবে ক্যাডেট কলেজে পরিনত হয় এই আসা ব্যক্ত করেন বক্তারা।
দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ওবায়দুর রহমান এর পরিচালনায় দোয়া ও আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের ছাত্র মোঃ লোকমান ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন তপু দেবনাথ।
পরে দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মোঃ মমিনুল ইসলাম এর সমাপনি বক্তব্যের মধ্যদিয়ে দোয়া ও আলোচনা সভার সমাপ্তি করা হয়।