দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজ’র বার্ষিক মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে শহরের পাক পাহাড়পুরস্থ স্কুল প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের পরিচালক হাফেজ মাওলানা মো. মমিনুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদ্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজ’র চেয়ারম্যান দিল মোহাম্মদ দিনু। মিলাদ-মাহফিলে অত্র স্কুলের অধ্যক্ষ মো. শাহজাহান ফারুক’র পরিচালনায় উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ ও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মিলাদ-মাহফিলে দেশ জাতি ও প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পাক পাহাড়পুর মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. ওয়াহেদ আলী।