বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার গ্র“পের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন : দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্র“পের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শনিবার দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্র“পের নিজস্ব কার্যালয় মিলনায়তনে খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্র“পের সভাপতি বাবু রনজিৎ বসাক এর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু এর সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন গ্র“পের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, কোষাধ্য মিঠু বসাক, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, নির্বাহী সদস্য মোঃ মোরশেদ আলী। বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সদস্য প্রশান্ত সাহা, সাদেকুল ইসলাম, গোপাল সাহা, দৃগেশ্বর বসাক, সন্দিব বসাক, গনেশ প্রসাদ সাহা, মৃদুল বসাক, সুবেল ঘোষ, নন্দী বাবু, সুরেশ প্রসাদ, দুলাল ভাদ্র, নান্নু মিয়া, দুরন্ত বসাক, নিত্য গোপাল সাহা প্রমুখ।