শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরন করেছে

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের চুড়িপট্টিস্থ মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি বিতরন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি করেন মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক। স্বাগত বক্তব্য রাখেন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু। বক্তব্য রাখেন চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অনুষ্ঠানে মালিক গ্রুপের সভাপতি রনজিক বসাক বলেন, মালিক গ্রুপ একটি পুরাতন সংগঠন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই সংগঠন বিভিন্নভাবে অবদান রেখে চলেছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও অবদান রাখছে। শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক দূর্যোগসহ দরিদ্র শীতার্ত মানুষের কল্যানে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। রনজিত বসাক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই শিক্ষাবৃত্তি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। এই সামান্য সহযোগিতা তোমাদের তেমন কিছু না হলেও তোমাদের অনুপ্রেরনা যোগাবে বলে আমরা বিশ্বাস করি। এই টাকা শিক্ষাখাতে ব্যয় করার আহবান জানিয়ে তিনি বলেন, তোমাদের অর্জিত জ্ঞানকে দেশ ও জাতির কল্যাণে ব্যয় করবে এবং মানুষের কল্যাণে বিলিয়ে দিবে। পাশাপাশি বড় হয়ে তাদেরকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান, কোষাধ্যক্ষ অর্নব কুমার বসাক মিঠু, দপ্তর সম্পাদক রাসেশ্বর বসাক, সদস্য মো. মোরশেদ আলী, দিলিপ কুন্ডু, মো. কুরবান মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ ১০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করে।