
জিন্নাত হোসেন : দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়রম্যান প্রফেসর আহমদ হোসেন বলেছেন, দেশকে একটি শিক্ষিত জাতিতে পরিণত করতে শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে। বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে আধুনিক ও বিজ্ঞান সম্মত শিক্ষার কোন বিকল্প নাই।
গতকাল দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিকগ্রুপ আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়রম্যান প্রফেসর আহমদ হোসেন এ কথা বলেন।
দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের নিজস্ব কার্যালয় মিলনায়তনে আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক এর সভাপতিত্বে অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার লক্ষে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন ও সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রাতব সাহা পানু।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ১০ জনকে পত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা প্রদান করা হয়।