ঘোড়াঘাট প্রতিনিধিঃ দিনাজপুর ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমূখি সংঘর্ষে ঘটনায় এক ট্রাক চালক সোহেল রানা (৪৫) চাপা লেগে নিহত হয়েছে ।
আজ সোমবার বিকাল ২ টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে । নিহত ট্রাক চালকের আর কোন পরিচয় পাওয়া যায়নি
ঘোড়াঘাট উপজেলার জিরো পয়েন্ট নাসিরাবাদ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে ।
ঘোড়াঘাট থানার ওসি ফরহাদ ইমরমুল কায়েস জানায় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ গামী মালবাহী ট্রাক যাচ্ছিল । যার চালক ছিল সোহেল রানা । তার বিপরীত দিক থেকে অপর একটি ট্রাক কে সাইড দিতে গিয়ে সংর্ঘষ বেধে যায় । এতে করে ট্রাক চালক সোহেল রানার ট্রাক টি নিয়ন্ত্রন হারিয়ে রাসত্মার গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। অপর ট্রাক চালক পালিয়ে যায় ।
এতে ট্রাকের চালক সোহেল রানা ট্রাকের সামনের অংশে চাপা লেগে তার ২টি পা আটকে যায়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার ২টি পা কেটে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়।
তিনি আরোও জানায় এ ব্যাপারে গবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।