রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান

জিন্নাত হোসেন : বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে গত ৩ বছর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ২৪-২৮ সেপ্টেম্বর ২০১৪ ইং ৫ দিন ব্যাপী জেলা শিল্পকলা একাডেমী দিনাজপুর চলচ্চিত্র উৎসবের সমাপনী অনষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৮ সেপ্টেম্বর রোববার দিনাজপুর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত দিনাজপুর চলচ্চিত্র উৎসবের সমাপনী অনূষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ রুহুল আমিন।

দিনাজপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ আসফ-উদ-দৌলা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম শামসুদ্দীন, দিনাজপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতানা কামাল উদ্দীন বাচ্চু, দিনাজপুর রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত, আমাদের থিয়েটারের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক।

উল্লেখ্য ৫ দিন ব্যাপী উৎসবে ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। চলচ্চিত্র গুলো হলো মেঘের অনেক রং, টেলিভিশন, শ্রাবন মেঘের দিন, মাটির ময়না, জীবন থেকে নেয়া, হাজার বছর ধরে এবং ২৮ সেপ্টেম্বর সমাপনী দিনে রাজলক্ষী ও শ্রীকান্ত এবং সাড়ে চুয়াত্তর চলচ্চিত্র প্রদর্শিত হয়।

Spread the love