
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ দিনাজপুর সদর উপজেলার চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আদিবাসী উন্নয়ন পূনর্বাসন প্রকল্পের আওতায় আদিবাসীদের সামাজিক উন্নয়ন করনীয় শীর্ষক সেমিনার ও বিনামূল্যে ছাগল বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়নের অন্তর্গত চনকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে আদিবাসীদের সামাজিক উন্নয়ন করনীয় শীর্ষক সেমিনার ও বিনামূল্যে ছাগল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা স্বপন।
অনুষ্ঠানে চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিরল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিসুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগনেতা মোঃ আব্দুল আউয়াল চৌধুরী, ইউপি সদস্য মিলন চন্দ্র রায় প্রমুখ। এসআইভিপি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আফসার আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক মোঃ ফরিদা বেগম। সেমিনার শেষে আদিবাসীদের মাঝে বিনামূল্যে ২২টি ছাগল বিতরণ করা হয়।