
মোঃ ইউসুফ আলী ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন সোমবার বিকেলে দিনাজপুর ষ্টেশন ক্লাবে জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি সারওয়ার আশফাক আহমেদ লিয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজা হুমায়ুন চৌধুরী ফারুকের উপস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, দিনাজপুর চেম্বারের সভাপতি মোঃ মোসাদ্দেক হুসেন, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পবিস-১ এর জিএম কাজী মোহাম্মদ আলী, দিনাজপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আজিজুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, চাউল কল মালিক গ্রুপের বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইফতারের পূর্বে সংগঠনের, দেশ-জাতির, সুখ-শান্তি অগ্রগতি কামনা করেন বিশেষ মুনাজাত করা হয়।