
রফিকুল ইসলাম :
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ১২টি ইউনিয়নে মা ও শিশু মৃত্যুর কমাতে সক্ষম হয়েছে বলে দাবী করেন স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ল্যাম্ব হাসপাতাল দিনাজপুর। স্থানীয় চিরিরবন্দর মিলনায়তনে ওয়াচ প্রজেক্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। এছাড়াও উপজেলার ৩৫টি কমিনিউটি ক্লিনিকে গত ৩ বছরে ৩ হাজার নিরাপদ সন্তান প্রসবে কাজ করে আসছেন স্থানীয় স্বাস্থ কর্মীরা। ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজনুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার দুলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।