
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটির নিবার্চনে দিনাজপুর চেম্বারের বর্তমান সহ-সভাপতি ও দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম সর্বোচ্চ ভোটে বিজয়ী হওয়ায় দিনাজপুর মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ফুলেল সংবর্ধনা জানিয়েছেন।
৮ জুলাই মঙ্গলবার দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি ও চেম্বারের সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের নিজস্ব কার্যালয়ে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটির নিবার্চনে মোঃ আনোয়ারুল ইসলামকে ফুলেল সংবর্ধনা জানান দিনাজপুর শহর মহিলা আওয়ামীলীগ নেত্রী আইরিন লতিফ, হাসিনা আক্তার শিউলী, ইলোরা আহমেদ ইতি, নিলুফা আক্তার, সম্পা সাহা মৌ, আনছারা বেগম বিউটি, সোয়েবা সুলতানা রিতা, নাজমা বেগম, রৌশনী আক্তার, আরমিন নাহার, বেবী রুমী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুস সালেকীন রানা, ব্যবসায়ী মজিবর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক বসাক, মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।