
জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ৪৬তম বার্ষিক সাধারণ সভা ও নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই শনিবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়িস্থ গ্রীণভিউ কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানে চেম্বারের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। এছাড়াও চেম্বারের নির্বাহী সদস্য রাহবার কবির পিয়াল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, সাধারণ সদস্য জহির শাহ্, রাজিউর রহমান রাজু, আব্দুল আজিজ, শাহিন হোসেন, রাজিয়া সুলতানা জুই, দিলীপ হোসেন, ইদ্রিস আলী ইদন প্রমুখ।
সভায় ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন চেম্বারের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন। এছাড়াও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন চেম্বারের সিনিয়র সচিব প্রশান্ত কর্মকার শান্ত।
বার্ষিক প্রতিবেদনে বিদ্যমান কৃষি ব্যবস্থা, শিল্প ও সেবাখাতে আয়কর, মূসক, উৎসকর, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও বার্ষিক টার্নওভারকর হার এর উপর মতামত, অত্র জেলার সর্বস্তরের ব্যবসায়ী, শিল্পোদ্যাক্তা, শিল্পপতি, আমদানি ও রপ্তানিকারক প্রমুখের জন্য প্রযোজ্য যুক্তিযুক্ত করহার প্রস্তাবনা সম্বলিত সুপারিশ এবং দিনাজপুর চেম্বারের বাজেট প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে বলে চেম্বারের সভাপতি জানান।
গত ৪৫তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে চেম্বার হতে শিক্ষা বৃত্তিবাবদ ১লক্ষ ৬০ হাজার টাকা ১০টি স্কুলের দশজন শিক্ষার্থীকে ও ৬ থানার ৬টি স্কুলের ছয়জন শিক্ষার্থীকে জনপ্রতি দশ হাজার টাকা করে এককালীন প্রদান করা হয়।
বক্তব্যশেষে ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ সালে দ্বি বার্ষিক মেয়াদী নির্বাচনে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্বভার অর্পণ করা হয়। নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সিনিয়র সহ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, নির্বাহী সদস্য আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, আতাউর রহমান চৌধুরী, শামীম কবির, আখতারুজ্জামান জুয়েল, হারুন উর রশিদ খান, রাহবার কবীর পিয়াল, মোস্তফা কামাল মিলন, সাদেকুল ইসলাম, জার্জিস আনম, শ্যামল কুমার ঘোষ, সৈয়দ মাইনুল ইসলাম, মিজানুর রহমান পাটোয়ারী, প্রতাপ কুমার সাহা পানু, রনজিত বসাক, সহযোগী নির্বাহী সদস্য শামীম কবির অপু, গ্রুপ এসোসিয়েশন নির্বাহী সদস্য সানোয়ার হোসেন, টাউন এসোসিয়েশন নির্বাহী সদস্য জাকারিয়া জাকা।