
মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুরঃ গতকাল শনিবার সকালে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ৪২ ও ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের বালুবাড়ি গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সভাপতি মো. রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন চেম্বারের সহ সভাপতি মো. আনোয়ারুল ইসলামসহ, জেলা দোকান মালিক সমিতি সা. সম্পাদক জহির শাহ, জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপের সদস্য আলহাজ্ব গোলাম আযম কাজল, চেম্বারের সাধারণ সদস্য আইনুল হক, রাজেউর রহমান রাজু, বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির সভাপতি ইদ্রিস আলী ইমন, সুপার মার্কেটের স্বত্তাধিকারী সাইফুল্লাহ চৌধুরী, সোহা অটো মিলের স্বত্তাধিকারী সাদেকুল ইসলাম প্রমুখ। সভায় ৪১ তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত সমুহ পাঠ করেন চেম্বারে সিনিয়র সহ সভাপতি মো. মোসাদ্দেক হুসেন। আর্থিক প্রতিবেদন পাঠ করেন কার্যনির্বাহী কমিটির সদস্য সুজা উর রব। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের নির্বাহী সদস্য রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম), মানবেন্দ্র নাথ দাস (মনোজ), সারওয়ার আসফাক আহমেদ লিয়ন, আলহাজ্ব গোলাম হামিদুর রহমান, মোসাদ্দেক হোসেন পাপ্পু, আলহাজ্জ আবুবক্কর সিদ্দিক, সৈয়দ সাগির আহমেদ, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মোকাররম হোসেন, মোস্তফা কামাল মিলন, সিদ্দিক গজনবী, বিশ্বনাথ আগরওয়ালা, সৈয়দ মাঈনুল ইসলাম, কাফিলওয়ারা মাসুদ, হাসিব উদ্দিন আহমেদ হাশিম, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া (জাকা)সহ সকল সাধারণ সদস্য। সভাটি পরিচালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য রাহবার কবীর পিয়াল।