
জিন্নাত হোসেন : দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মত বিনিময় ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নিজ উদ্যোগে ইউনিয়নিয়নের ২১টি পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সদর উপজেলার গোপালগঞ্জস্থ কাশেম আলী মার্কেটে অনুষ্ঠিত শারদীয় দূর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে মত বিনিময় ও নিজ উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাশেম আলী বলেন, মানুষ সম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। বর্তমান সরকারও সাম্প্রদায়ীক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর। আমাদের এই সম্প্রদায়ীক সম্প্রীতি কোনদিনও যাতে নষ্ট না হয় সেদিকে সকলেরই খেয়াল রাখা উচিত। যাতে আর কোনদিন অশুভ শক্তি আমাদের সম্প্রীতির উপর আঘাত করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রায়হান শরীফ, সদর উপজেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক নীপেন সরকার, সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাষ বিশ্বাস, ১নং চেহেলগাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি জীবন কুমার রায়, সমাজ সেবক হবিবর রহমান ও ইউনিয়নের ২১টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে ২১টি পূজা মন্ডপে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কাশেম আলী’র নিজ উদ্যোগে প্রত্যেকটি পূজা মন্ডপে নগদ ১ হাজার টাকা, ষষ্ঠী পূজার ঘটের জন্য ২টি নারকেল, মিনি কাটারী চাউল ও চিনি বিতরণ করা হয়।