দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর ছাত্রলীগের উদ্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন পালন।
২৮ সেপ্টেম্বর রোববার দিনাজপুর ছাত্রলীগের উদোগে ২৮ সেপ্টেম্বরের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিনের কেক কাটেন জেলা ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম মিথুন, তানভির রেজওয়ান শান্ত, ফরহাদ হোসেন রণি, নজরুল ইষলাম জুয়েল, হারুন-উর রশিদ রায়হান, তানভির ইসলাম রাহুল, সিফাত, মাহমুদুল হাসান সিঙ্গেল প্রমুখ।
বার্তা প্রেরকঃ
জিন্নাত হোসেন
তারিখঃ ২৮-০৯-১৪ইং